I welcome you to JM MEDICAL ASSISTANT TRAINING SCHOOL which has been established with a vision to uplift the medical education in Chittagong. It is my pride and privilege to be the Principal of this renowned institution. Our aim is and we believe in the process of continued medical education and we follow a curriculum based on the integrated and inter-disciplinary teaching of basic sciences and clinical medicine. We emphasize on hands-on training in clinical skills for which we have established a full-fledged and fully equipped standard Skills Lab. Our mission is not only to produce good Medical assistants but to produce good leaders in medicine, good human beings with a feeling of compassion and social service. We keep the students abreast with the latest development in clinical and basic medical sciences through workshops, seminars, and conferences. JM MATS has a campus with the excellent academic atmosphere. We have a galaxy of talents in all the disciplines. We want to produce efficient and competent health professionals who are capable of providing quality health care to people, to provide both preventive and curative health care to people to their highest satisfaction. We strive to achieve quality in education while ensuring overall development of the students. Our institute encourages its faculties to focus on each and every student and encourages them to overcome their shortcomings and appreciating their successes. To succeed in the medical field, a student should have the interest to learn and should not stop learning. Albert Einstein has truly said ' I have no special talent. I am only passionately curious.' Once you are admitted to this institute you will feel the difference! It is homely and you will find this institute as a place where your academic career can flourish. I would like to assure the fresher students that you will find your MATS study in JM MATS very pleasing and memorable.

জেএম মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেইনিং স্কুল এ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জেএম ম্যাটস স্থাপিত হয়েছে চট্টগ্রামের চিকিৎসা বিদ্যাকে আরও উন্নত করার লক্ষ্যে। এই স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে স্বরিক হতে পেরে আমি অত্যন্ত আনিন্দিত ও গর্বিত।
আমাদের লক্ষ্য চিকিৎসা বিদ্যাকে আরও উন্ন্যনের পথে নিয়ে যাওয়া। আর এই উদ্দেশ্য কে লক্ষ্য রেখেই আমরা আমাদের শিক্ষা কার্যক্রম কে ঢেলে সাজিয়েছি, বেসিক সাইন্স ও ক্লিনিক্যাল মেডিসিন দিয়ে। হাতে কলমে শিক্ষার উপর আমরা বেশি গুরুত্ব আরোপ ক্রেছি, সেই জন্যেই আমরা তৈরি করেছি পুরাদস্তুর ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি সজ্জিত- ল্যাবরেটরি। আমাদের উদ্দেশ্য কেবল দক্ষ মেডিক্যাল এসিসটেন্ট তৈরি করা নয় বরং চিকিৎসা জগতের অগ্রদূত তৈরি করা, ভালো মানুষ তৈরি করা যার মাঝে থাকবে সমমর্মীতা এবং সেবার মনোভাব। আমরা আমাদের শিক্ষার্থীদের চিকিৎসা বিজ্ঞানের নিত্য নতুন অগ্রগতির সাথে অবগত রাখি বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ও কনফারেন্স এর মাধ্যমে।
জেএম ম্যাটস পরিবেশ অত্যন্ত মনোরম যা পড়াশোনার জন্যে উপাদেয়। আমাদের প্রতিভাবান শিক্ষকমণ্ডলী এক একটি উজ্জ্বল নক্ষত্রের মত, যারা সকল বিষয়ে পারদর্শী। আমরা দক্ষ, যোগ্য ও পারদর্শী স্বাস্থ্যকর্মী তৈরি করতে চাই যারা তাদের সেবার মাধ্যমে সকলের সন্তুষ্টি আর পরিতৃপ্তি অর্জন করবে। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্যে আমরা সর্বদা সচেষ্ট। আমরা সবসময় আমাদের স্নেহের শিক্ষার্থীদের উৎসাহিত করি যেন তারা তাদের ভুলত্রুটি শুধরে সামনে এগিয়ে যেতে পারে, সাফল্য অর্জন করতে পারে।
চিকিৎসা ক্ষেত্রে সাফল্য অর্জন করতে হলে একজন শিক্ষার্থীর থাকতে হবে অপার আগ্রহ, কখনোই মাঝ পথে হাল ছেড়ে দেয়া যাবেনা। আলবার্ট আইনস্টাইন তাই যথার্থই বলেছেন- আমার বিশেষ কোন প্রতিভা নেই। আমার কেবল রয়েছে একটি জিজ্ঞাসু মন। এই প্রতিষ্ঠানে ভর্তি হলেই আপনি তফাৎটা অনুধাবন করতে পারবেন। এর ঘরোয়া পরিবেশে আপনার একাডেমীক ক্যারিয়ার উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে নিশ্চিতভাবে।
আমি বিশ্বাস করি, যারা আমাদের প্রতিষ্ঠানের সাথে একত্রিত হবেন অর্থাৎ নতুন শিক্ষার্থীরা, তোমাদের এই যাত্রা অত্যন্ত আনন্দের হবে, স্মরণীয় হয়ে থাকবে।

 

With best wishes and thanks from-